প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ধীন জাতীয় প্রতিবন্ধী ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত একটি সেবামূলক প্রতিষ্ঠান ।
যেখানে সম্পূর্ণ বিনামূল্যে সরকারী ফিজিওথেরাপী সেবা প্রদান করা হয়ে থাকে । নওগাঁ জেলার আত্রাই উপজেলায় ২০১৫ সালের ফেব্রুয়ারী মাসে প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র প্রতিষ্ঠিত হয়ে অদ্যবধী সফলভাবে কার্যক্রম চালাচ্ছে ।
প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রে বিনামূল্যে নিম্নোক্ত সরকারী সেবা সমূহ প্রদান করা হয় ।
* স্ট্রোক পরবর্তি প্যারালাইসিস
* অটিস্টিক শিশু
* সেরিব্রাল পলসি
* বুদ্ধি প্রতিবন্ধী
* বাত ব্যথা ও কোমরের ব্যথা
* হাটুর ব্যথা ও ঘারের ব্যথা
* খেলাধুলায় আঘাতজনিত ব্যথা
* প্রতিবন্ধীতার ধরন নির্নয়
* কাউন্সিলিং/পরামর্শ প্রদান
* সচেতনতা ও তথ্য সেবা
* শ্রবণ মাত্রা নির্নয়
* দৃষ্টি মাত্রা নির্নয়
* NDD কর্ণার
* সহায়ক উপকরন বিতরন
* রেফারেল সেবা
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস